Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতায় জেলা শিক্ষা অফিসের তত্বাবধানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসটি পরিচালিত। অফিসটি উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত ।

ঈশ্বরগঞ্জ মাধ্যমিক শিক্ষা অফিস এর তত্ত্বাবধানে-

 

নিম্ন মাধ্যমিক বিদ্যালয়  = ৪ টি

মাধ্যমিক বিদ্যালয়       = ২৫ টি

স্কুল এন্ড কলেজ         =  ৪ টি

কলেজ                   = ৩ টি

কারিগরি কলেজ         = ৩টি

দাখিল মাদ্রাসা         =  ১৭ টি

আলীম মাদ্রাসা         = ২ টি

ফাযিল মাদ্রাসা         = ৩ টি

কামিল মাদ্রাসা         = ১ টি 

উপবৃত্তি সংক্রান্ত তথ্যাদিঃ

 মাধ্যমিক পর্যায়ে স্কুল,মাদ্রাসায়  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ২০% ছাত্র এবং ৩০% ছাত্রীদের উপবৃত্তি প্রদান করছেন। অত্র ঈশ্বরগঞ্জ উপজেলায় মাধ্যমিক পর্যায়ে ৫৬টি শিক্ষা প্রতিষ্ঠানে ২০১৭ সনে ৮৭১৮ জন ছাত্র/ছাত্রীকে  ৬৩,৯০,৮৪০/-টাকা উপবৃত্তি প্রদান করছেন এবং উক্ত ছাত্র/ছাত্রীদের টিউশন ফি হিসাবে ৮,৭৬,৮৪০/-টাকা প্রদান করছেন । উচ্চমাধ্যমিক পর্যায়ে ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানে ২০১৬-২০১৭ অর্থ বছরে ছাত্র ১০% এবং ছাত্রী ৪০% হারে ৬৪৮ জন ছাত্র/ছাত্রীদেরকে ১০,৯২০০/- টাকা উপবৃত্তি প্রদান করছেন । উক্ত ছাত্র/ছাত্রীদের টিউশন ফি ৩,৮৮,৮০০/-টাকা বিতরণ করেছে । ডিগ্রী পর্যায়ে ২০১৪-২০১৫ অর্থবছরে ০৬টি শিক্ষা প্রতিষ্ঠানে  ছেলে ২৫% মেয়ে ৭৫% হারে ২৫২ জন ছাত্র/ছাত্রীদের মাঝে ১২,৩৪,৮০০/-টাকা উপবৃত্তি বিতরণ করছেন । উক্ত ছাত্র/ছাত্রীদের টিউশন ফি হিসাবে ১,৫১,২০০/-টাকা বিতরণ করছেন । অফিস প্রধানের ই-মেইল ও ওয়েব সাইড নম্বরঃ useoishwarganj@gmail.com, www.useoishwarganj.gov.bd

ঈশ্বরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস আন্তরিক পরিবেশে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন সেবা দিয়ে যাচ্ছে।