এক সময় ডাক যোগাযোগ ছিল গুরুত্বপূর্ণ ও অপরিহার্য । ঈশ্বরগঞ্জের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ডাক ও ইমেইল মাধ্যমে চিঠিপত্র পৌঁছানে হয় । ডাকের মাধ্যমে সকল চিঠিপত্র দেশে বিদেশে এবং সরকারি ও বেসরকারি ভাবে প্রতিষ্ঠানে আদান প্রদান করা হত । বর্তমানে ই-মেইল খোলার পর ই-মেইলের মাধ্যমে চিঠিপত্র আদান প্রদান করা হয় । এখন ই-নথির মধ্যে ডাকের মাধ্যমে চিঠি আদান প্রদান করা হয় কিন্তু হার্ড কপি লাগে সফ্ট কপির মাধ্যমে একই অফিসে অফিস ব্যবস্থাপক অফিসের অফিস স্টাফদের ই-নথি মাধ্যমে লেনদেন করতে পারে । বর্তমানে ই-নথির ডাক একটি অফিস ব্যবস্থাপকের জন্য অপরিহার্য অংশ । অফিস প্রধানের ই-মেইলঃ useoishwarganj@gmail.com
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস